শিক্ষাপ্রদান পদ্ধতিতে ভিন্নমাত্রা যোগ করে বিশ্বব্যাপী আলোচিত খান
একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও শিক্ষাবিদ সালমান খান বাংলাদেশে আসছেন।
পৃথিবীকে বদলে দিতে পারে এমন পাঁচ আইডিয়ার একটি ধরা হয় খান একাডেমিকে।
বিজ্ঞান, গণিত থেকে শুরু করে পরিসংখ্যান অর্থনীতি বা ইতিহাসের মতো বিষয়কেও
ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করেছে বাংলাদেশি
বংশোদ্ভূত সালমান খানের এই একাডেমি। আর এই কাজ দিয়েই বিখ্যাত টাইম
সাময়িকীতে ২০১২ সালে পৃথিবীর ১০০ প্রভাবশালীর তালিকায়ও স্থান করে নিয়েছিলেন
তিনি।
খান একাডেমি বাংলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন সালমান।
সম্প্রতি খান একাডেমির হিন্দি সংস্করণের উদ্বোধন করতে ভারতে এসেছিলেন
তিনি। ভারত সফর শেষে ৮ হতে ৯ ডিসেম্বর দু’দিনের সফরে বাংলা সংস্করণ
উদ্বোধনে বাংলাদেশেও আসার কথা ছিলো তাঁর। কিন্তু পরবর্তীতে সে সফর সূচী বাদ
হয়ে যায়।
ইতোমধ্যে গনিতের এক হাজার ভিডিও কনটেন্ট বাংলায় প্রস্তুতের কাজ গুছিয়ে
আনা হয়েছে। দেশে এই কাজে যুক্ত রয়েছে অলাভজনক প্রতিষ্ঠান আগামী এডুকেশন
ফাউন্ডেশন (বাংলাদেশ) এবং আগামী ইনকর্পোরেটেড (যুক্তরাষ্ট্র)।
আগামীর নির্বাহী কমিটির সভাপতি এবং বোর্ড সদস্য ড. সাবির মজুমদার
যুক্তরাষ্ট্র থেকে টেকশহরডটকমকে জানান, সালমান খানের বাংলাদেশে আসার সফর
সূচী ঠিক করতে আলোচনা চলছে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ২০১৬ সালে যেকোনো
সময় তিনি বাংলাদেশে আসবেন এটা অনেকটা নিশ্চিত।
এরআগে ২০১৪ সালের জুলাইতে একাডেমির ইংরেজি ভিডিও কনটেন্টগুলো বাংলায়
অনুবাদের কাজ শুরু করা হয়েছিল। ওই অনুবাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এক
ভিডিও বার্তায় খান সালমান খান বলেছিলেন, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে খান
একাডেমি চেষ্টা করে বিশ্বের যে কোনো স্থানে, যে কোনো সময় শিক্ষাকে পৌঁছে
দেওয়ার। আর এবার বাংলাদেশের শিক্ষার্থী-শিক্ষকদের জন্য এটা চালু করতে পেরে
আমাদের ভালো লাগছে।

No comments:
Post a Comment