Manu


Thursday, 12 November 2015

সাধারণ কিছু পরিবর্তনে আপনি হয়ে উঠতে পারেন আরও আকর্ষণীয় করে



আকর্ষণীয় করে,  বর্তমানে যেন দিনদিন আরও বেশি আকর্ষণীয় করে হয়ে উঠতেই নারী এবং পুরুষদের যত আয়োজন আর প্রস্তুতি। কিন্তু এতসব আয়োজনের পরিবর্তে ছোট্ট কয়েকটি পরিবর্তনে খুব সহজেই হয়ে ওঠা সম্ভব আরও বেশি আকর্ষণীয় করে। আসুন জেনে নিই বিষয়গুলো কী কী।
আকর্ষণীয় করে:


১. উজ্জ্বল সাদা দাঁত :

মানুষের প্রথম দর্শনেই যে সৌন্দর্যটা চোখে পড়ে তা হল উজ্জ্বল সাদা দাঁত। সাদা দাঁত একজনের পুরো ব্যক্তিত্বকে তুলে ধরে। ‘দ্য ইমপ্যাক্ট অব হোয়াটার টিথ অন কি ফার্স্ট ইমপ্রেশনস’ নামক একটি গবেষণায় বলা হয় যে, ‘প্রথম দর্শনে একজনের উজ্জ্বল সাদা দাঁত তার আকর্ষণীয়তা, পেশাগত বৈশিষ্ট্য, কনফিডেন্সের স্তর ইত্যাদি প্রকাশ করে থাকে।’ তাই নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চাইলে সবার আগে মনোযোগ দিন আপনার দাঁতে। দাঁতকে করে তুলুন উজ্জ্বল সাদা, আর হাসিকে করে তুলুন প্রাণবন্ত আকর্ষণীয় করে।

আকর্ষণীয় করে
২. চুলের কাট :

প্রতিটি মানুষের মাথার এবং মুখের আকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর ভিন্নতার কারণেই একেকজনের মাথায় একেকরকম হেয়ার কাট ভালো দেখায়। তাই নিজেকে আকর্ষণীয় করে তোলার আরেকটি অনন্য উপায় হল মুখের আকৃতি অনুযায়ী হেয়ার কাট দেয়া। কেননা এটি ব্যক্তিত্বকে দৃঢ়ভাবে প্রকাশে সহায়ক।

৩. অঙ্গবিন্যাস :

আকর্ষণ প্রকাশের আরেকটি বিষয় হল সঠিক অঙ্গবিন্যাস। সঠিক অঙ্গবিন্যাস একজনের কনফিডেন্স স্তর, দৃঢ়তা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই যথাযথ অঙ্গবিন্যাসে আপনিও হয়ে উঠতে পারেন আকর্ষণীয় একজন ব্যক্তি আকর্ষণীয় করে।

৪. জুতা :

অনেকেই বলে থাকেন জুতা হচ্ছে আভিজাত্যের প্রকাশক। আকর্ষণীয় করে, একজোড়া জুতাই বলে দিতে পারে আপনার রুচিবোধের ব্যাপারটা। তাই সঠিক জুতার নির্বাচনটিই আপনাকে করে তুলতে পারে আকর্ষণীয় করে।

আকর্ষণীয় করে
৫. সুগন্ধি :

আকর্ষণীয় করে, আজকাল সুগন্ধি বা পারফিউমের অনেক বিজ্ঞাপনই হয়ে থাকে। আসলেই কি একটি সুগন্ধি একজনকে কাছে টানতে পারে বা একজনের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে? হ্যাঁ, পারে। বাজারে অনেক ধরনের সুগন্ধি পাওয়া যায়। তার মধ্য থেকে বাছাই করা সঠিক সুগন্ধিটিই প্রকাশ করতে পারে আপনার রুচি, আপনার ব্যক্তিত্ব এবং আপনাকে করে তুলতে পারে আকর্ষণীয় করে।

সাধারণ কিছু পরিবর্তনে আপনি হয়ে উঠতে পারেন আরও আকর্ষণীয় করে।
visit here to more...
worldtricbd.blogspot.com 

No comments:

Post a Comment

Receive All Free Updates Via Facebook.

Blogger Widget