আসা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি,
ফেইসবুক বন্ধ হওয়ার কারণে কষ্টে আছেন দেশের প্রায় ২ কোটি ফেসবুক ব্যবহারকারী। যদিও এর কিছু অংশ প্রক্সি সার্ভার ব্যবহার করে সক্রিয় রয়েছেন ফেসবুকে।
সূত্র বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রায় ৯০ শতাংশ সক্রিয় ফেসবুক ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তবে ১০ শতাংশ কারিগরিভাবে বেশি দক্ষ হওয়ায় তারা প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারছেন।
বিটিআরসি’র হিসাব বলছে, দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে শুধু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ। যাদের বড় একটি অংশ মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারী ।
জানা যায়, বাংলাদেশে ফেসবুকে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ এবং ১৮ থেকে ২২ বছর বয়সীদের হার ৪২ শতাংশ।
অবশ্য বিটিআরসি’র চেয়ারম্যান বলছেন, যেকোনো সময় সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো খুলে দেয়া হবে। তবে কখন যে খুলা হবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, যার কারনে পিসিতে+এন্ড্রুয়েডে সবচেয়ে সহজ পদ্ধতিতে ফেইসবুক ব্যবহার করার নিয়ম আপনাদের সাথে শেয়ার করব;
পিসিঃ
Betternet হল – অ্যানোনিমাস ওয়েব সার্ফিং;
আমার দেখা সবচেয়ে ভাল সফট হল Betternet।
Betternet হলো আমার দেখা সবচেয়ে ভালো ফ্রিওয়্যার VPN। খুব কম মানুষ আছে যারা VPN এর জন্য ফ্রিওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে থাকেন। যার ফলে সফটওয়্যারের জন্য লাইসেন্স এবং পাইরেসির চিন্তায় সব সময় ব্যস্ত থাকতে হয়।
Betternet আপনাদের প্রত্যাশার চাইতে একটু বেশিই দিবে মনে হয়। এর সাহায্যে যেকোন কান্ট্রি রেসট্রিকটেড ওয়েব সাইট অ্যানোনিমাসলি ভিজিট করতে পারবেন। এছাড়াও Betternet VPN ব্যবহারের ফলে আপনার যেকোন তথ্য থাকবে শতভাগ নিরাপদ। নিরাপদ+বিনা বাধায় ফেইসবুক, হোয়াটঅ্যাপ্স, স্কাইপি, ইমো, ভাইবার, ইত্যাদি চালান।
তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিন;
Filename: betternetInstaller.exe
Size: 16 MB
ডাউনলোড করতে
“Create Download Link” Option এ ক্লিক করুন।
এন্ড্রয়েডঃ
পিসির জন্য তো নিয়ে নিলেন একটি VPN।তাইলে Android এর জন্য নিয়ে নিন;
Android জন্য ও নিয়ে নিন একটি VPN। এটাও পিসির মতই কাজ করবে Hotspot Shield Elite 4.0.5।
এই Hotspot Shield Elite 4.0.5 Apps মাধ্যমে আপনি বিভিন্ন দেশের UK,USA,China,Russia... etc আইপি দিয়ে কানেক্ট করতে পারবেন আপনার ফেসবুকে।
নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।
Download Link: এখানে ক্লিক করুন
Size: 6.9 MB
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে “Create Download Link” Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-অবশ্যই Adblock Plus ব্যবহার করুন।
৫-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আজ এই পর্যন্তই , সবাই ভাল থাকবেন, আর কেমন লাগলো জানাবেন কিন্তু;
“ধন্যবাদ”

No comments:
Post a Comment