Saturday, 28 November 2015
নতুন আইফোন আইপ্যাডে থ্রিডি টাচ
আইফোন ৬ এস ও আইফোন ৬ এস প্লাস নামের থ্রিডি টাচ প্রযুক্তির নতুন প্রজন্মের দুটি ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। শুধু তাই নয়, আইফোনের ‘রোজ-গোল্ড’ রঙের বিশেষ একটি সংস্করণসহ আইপ্যাড ও অ্যাপল টিভিরও ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
বিল গ্রাহাম সিভিক নামের এক অডিটোরিয়ামে নতুন আইফোন, আইপ্যাড ও অ্যাপল টিভির এই ঘোষণা দেয়া হয়েছে।
নতুন আইফোন ব্যবহারকারীদের থ্রিডি টাচ প্রযুক্তি উন্নত ভাইব্রেশন প্যাটার্ন সুবিধাসহ শর্টকাট মেন্যু তৈরিতে বিশেষ সুবিধা দেবে। নতুন আইফোনে ব্যবহৃত থিডি প্রযুক্তি এর আগে অ্যাপলওয়াচ, ম্যাকবুক ও ম্যাকবুক প্রো’তে ব্যবহার করা হয়।
নতুন আইফোনের পেছনে থাকবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে থাকবে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা। এর মধ্যে ব্যাক ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও শ্যুট করা যাবে। এই আই-সাইট ক্যামেরার রেজ্যুলেশন ৩৮৪০ বাই ২১৬০, যার প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৮০৬।
নতুন আইফোন ২৫ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে। ১৬ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবির তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে। এর মধ্যে আইফোন ৬ এসের তিন সংস্করণের দাম হবে যথাক্রমে ৫৩৯, ৬১৯ ও ৬৯৯ পাউন্ড এবং আইফোন এস প্লাসের তিন সংস্করণের দাম হবে ৬১৯, ৬৯৯ ও ৭৮৯ পাউন্ড।
নতুন আইফোন দুটিতে ৬৪ বিটের এ৯ চিপ ব্যবহার করা হয়েছে। ডিভাইস দুটির ডিসপ্লের দৈর্ঘ্য যথাক্রমে ৪.৭ ইঞ্চি ও সাড়ে পাঁচ ইঞ্চি।
১২ সেপ্টেম্বর থেকে ডিভাইস দুটির আগাম ক্রয়াদেশ নেয়া শুরু হবে এবং ২৫ সেপ্টেম্বর থেকে তা ক্রেতাদের হাতে পৌঁছে দেয়া হবে।
প্রযুক্তি বাজারে অ্যাপলের সোনালি, রুপালি ও ধূসর রঙের আইফোন আছে। এবার রোজ-গোল্ড রঙের একটি বিশেষ আইফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে আরও উন্নত অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহার করা হয়েছে। নতুন এই স্মার্টফোনে অ্যাপলের ডিজিটাল সহকারী সিরির উন্নত সংস্করণের অপারেটিং সিস্টেম আইওএস চলবে।
‘আইপ্যাড প্রো’ নামের অ্যাপলের নতুন আইপ্যাডে ১২.৯ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি বাজারের যে কোনো ট্যাবের চেয়ে ৮০ শতাংশ দ্রুতগতির সেবা দেবে। ডিভাইসটির ব্যাটারি ১০ ঘণ্টার ব্যাকআপ সুবিধা দেবে।
Labels:
IT News,
Science,
World News
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment